সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই
নিউজ রিপোর্ট শাহ্ ফুজায়েল আহমদ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্টসংলগ্ন ছিক্কা মসজিদ মার্কেটে শুক্রবার ভোররাতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই ১১টি দোকানে, যা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন—এ ঘটনায় অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার রাত প্রায় ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা প্রথমে ধোঁয়া ও আগুন দেখে ছুটে এসে নেভানোর চেষ্টা করলেও তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ রয়েছে—নিকটবর্তী জগন্নাথপুর ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছেনি, যা এলাকাবাসীর ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় জগন্নাথপুর থানার ওসি’র নির্দেশে এসআই দীপঙ্কর হাওলাদার, সঙ্গীয় ফোর্স, গণমাধ্যমকর্মী, বাজার সেক্রেটারি বিলাল আহমদসহ বিভিন্ন শ্রেণির মানুষ আগুন নেভাতে চেষ্টা চালান। পরে সিলেটের বিশ্বনাথ ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা প্রচেষ্টার মাধ্যমে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
সকাল ৯টায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
অগ্নিকাণ্ডস্থল থেকে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দূরত্ব মাত্র ২ কিলোমিটার, তবুও তারা না পৌঁছানোয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ—আগেও বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের সময় দেরিতে পৌঁছানো বা অজুহাত দেখানোর ঘটনা ঘটেছে।
অভিযোগের বিষয়ে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুর্শেদ আলম বলেন,
“স্টেশন থেকেই আগুন দেখতে পেয়েছি। কিন্তু পৌরপয়েন্টে নির্মাণাধীন আর্চ ব্রিজের কারণে সেখানে যেতে পারিনি। খবর পাওয়ামাত্র বিশ্বনাথ ইউনিটকে জানিয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”
স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন—অগ্নিনির্বাপণ ব্যবস্থায় দ্রুত সংস্কার ও সমন্বয় না হলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ঘটতে পারে।
