
মোঃ সোলায়মান গনি স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মধ্যে কুড়িগ্রামের দুই সেনা সদস্যের মরদেহ নিজ নিজ গ্রামে দাফন করা হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারযোগে শহীদ মমিনুল ইসলাম ও শান্ত মন্ডলের মরদেহ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হেলিপ্যাডে পৌঁছায়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ দুটি নিজ নিজ গ্রামে নেওয়া হয়।
উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের পারুলেরপাড় গ্রামে বিকাল সাড়ে ৩টায় শহীদ মমিনুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শহীদ মমিনুল ইসলাম স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তিনি মাত্র ৩৩ দিন আগে সুদানে শান্তিরক্ষা মিশনে যোগ দেন।
অপর শহীদ শান্ত মন্ডলের জানাজা রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের সাটমাধাই ডারারপাড় গ্রামে বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়। তার বড় ভাই সহ নিকটাত্মীয় ও এলাকাবাসী অংশ নেন। সেনাবাহিনীর প্রতিনিধি দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং পরে নিজ বাড়ির আঙিনায়, বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। শান্ত মন্ডল ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং এক বছর আগে সুদানে শান্তিরক্ষা মিশনে গিয়েছিলেন। তার স্ত্রী বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা।
আইএসপিআর জানায়, ১৩ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে আবেই এলাকায় ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আরও ৮ জন আহত হন।