সীমান্ত পথে জাল টাকার আগ্রাসন
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে জাল টাকা প্রবেশের ঘটনা দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে। প্রায় প্রতিদিনই ভারতের পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর দিনাজপুর জেলার সীমান্তঘেঁষা অঞ্চলগুলো থেকে জাল নোট দেশে প্রবেশ করছে বলে জানা গেছে।
স্থানীয় দালাল ও পাচারকারীরা ব্যাগ, ট্রাক বা যাত্রীবাহী পরিবহনের মাধ্যমে প্রতিদিন গড়ে কয়েক কোটি টাকার জাল নোট সীমান্ত পার করছে। এমনকি নারী ও শিশুদেরও পাচারে ব্যবহার করা হচ্ছে। মাদক ও প্রসাধনী চোরাচালানের রুটগুলোও জাল টাকা প্রবাহে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই জাল টাকা দেশে ঢোকানো হচ্ছে।
এদিকে, বাংলাদেশ ব্যাংক জনগণকে নগদ অর্থ লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য—ওয়াটারমার্ক ও সুরক্ষা থ্রেড—ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো ইতোমধ্যে জাল টাকা পাচার প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে। প্রায়ই সীমান্ত এলাকা থেকে জাল নোটসহ পাচারকারীদের গ্রেপ্তারের ঘটনাও ঘটছে।
