প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৭:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ
সিরাজগঞ্জ ৫ বিএনপি প্রার্থী আলিমকে সংবর্ধনা

সিরাজগঞ্জ ৫ বিএনপি প্রার্থী আলিমকে সংবর্ধনা
মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ ৫ (বেলকুচি-এনায়েতপুর-চৌহালী) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ার পর কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিমকে সংবর্ধনা জানিয়ে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ই নভেম্বর) সন্ধ্যায় বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই কুঠিপাড়া ঈদগাহ মাঠে তামাই কুঠিপাড়া ও কাজীপুরা সবুজপাড়া এলাকার যৌথ উদ্যোগে এ জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অব বাংলাদেশ শেখ মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খাঁন আলিম বলেন, “কুঠিপাড়া ও কাজীপুরা সবুজপাড়ার মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। আমি নির্বাচিত হতে পারলে এ অঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবো এবং সুখে-দুঃখে পাশে থাকবো।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ জাহিদুল হক মুক্তার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ হাফিজ শেখ, সাবেক আহবায়ক হাফেজ মোঃ শাহিন মল্লিক, ছাত্র দলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনি, জেলা জিয়া সাইবার ফোর্স সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুবিটর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, উপজেলা জিসাস আহবায়ক মোঃ রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের নেতা মনিরুজ্জামান পলাশ প্রমুখ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ-যুবকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2025 Amar Sokal