সিরাজগঞ্জ-৫ এ আমিরুল ইসলাম খাঁন আলিমকে সংবর্ধনা
মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খাঁন আলিমকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর তিনি সর্বপ্রথম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মাগফিরাত কামনা করেন। পরে ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে সায়েদাবাদে হাজারো নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান।
এসময় সেখান থেকে এনায়েতপুর পর্যন্ত কয়েক হাজার মোটরসাইকেলে শোডাউন করেন তিনি। পরে এনায়েতপুর স্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন, “আল্লাহর রহমতে সিরাজগঞ্জ-৫ আসনে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। এজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “বিএনপি এমন একটি দেশ গড়তে চায় যেখানে থাকবে না দুর্নীতি, খুন-খারাপি, লুটপাট ও মিথ্যা মামলার ভয়।”
মোটরসাইকেল শোডাউন শেষে এনায়েতপুর মাজার শরিফে জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। ✅













