
মনজুরুল ইসলাম
সিরাজগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
সিরাজগঞ্জ জেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
তিনি আরও জানান, ভোটারদের প্রয়োজনীয় এক শতাংশ স্বাক্ষরে অসঙ্গতি থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলু’র মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া দলীয় মনোনয়নের স্বাক্ষরে ত্রুটি থাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান-এর মনোনয়নপত্রও বাতিল করা হয়।
যাচাই-বাছাই শেষে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—
আমিরুল ইসলাম খান আলিম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি),
আলী আলম (বাংলাদেশ জামায়াতে ইসলামী),
মুফতী হাজী নুরুন নাবী (ইসলামী আন্দোলন বাংলাদেশ),
মো. আকবার হোসেন (জাতীয় পার্টি),
মো. ইউসুফ আলী (গণ অধিকার পরিষদ)।
নির্বাচন কর্মকর্তারা জানান, আপিল সংক্রান্ত সব কার্যক্রম নিষ্পত্তির পর সিরাজগঞ্জ–৫ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এদিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হওয়ার পর থেকেই প্রার্থীদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা নিয়ে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ–৫ আসনে রাজনৈতিক আলোচনা ও নির্বাচনী আমেজ ক্রমেই জোরালো হচ্ছে।