
সিরাজগঞ্জের বেলকুচিতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বেলকুচি মডেল ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়ন ও ছাত্র–ছাত্রীদের ভালো ফলাফল নিশ্চিত করতে ব্যাপক পরিবর্তন ও নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামীম হোসেন।
অধ্যক্ষ শামীম হোসেন বলেন, কলেজের গভর্নিং বডির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–এনায়েতপুর–চৌহালী) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত আমিরুল ইসলাম খান আলিমের দিকনির্দেশনায় কলেজকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।
তিনি জানান, অভিভাবক সমাবেশের সিদ্ধান্ত অনুযায়ী কলেজে মাসিক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি লক্ষ্য করেন, কলেজে নিয়ম–শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশের ঘাটতি ছিল। বকাটে ছেলেদের উৎপাত, ছাত্র–ছাত্রীদের অনিয়মিত উপস্থিতি, ক্লাস ফাঁকি—এসবই শিক্ষার পরিবেশকে ব্যাহত করছিল।
অধ্যক্ষ আরও বলেন, “বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে এমপি–মন্ত্রী দায়িত্বে থেকেও লেখাপড়ার মান উন্নয়ন হয়নি। গত ১৭ বছরে শিক্ষার মান তেমন ভালো ছিল না। পরীক্ষায় ১০০% পাশের লক্ষ্যে অটোপাশ দেওয়া হতো, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম ছাড়া বিকল্প নেই।”
শিক্ষার মানোন্নয়নে গ্রহণ করা কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ—
কলেজে ১০০% শিক্ষক উপস্থিতি নিশ্চিত করা হয়েছে
পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে
বৈদ্যুতিক সমস্যা সমাধানে আইপিএস স্থাপন
ছাত্র–ছাত্রীদের জন্য আর্সেনিকমুক্ত পানির ব্যবস্থা
নির্ধারিত পোশাক ১০০% নিশ্চিত করা
সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা বাধ্যতামূলক কর
কলেজে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ মনিটরিং সেল গঠন
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ শামীম হোসেন বলেন, “আমাদের এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন হলে ছাত্র–ছাত্রীরা অবশ্যই ভালো ফলাফল অর্জন করবে। আমরা বিশ্বাস করি, বেলকুচি মডেল ডিগ্রি কলেজ শিগগিরই একটি আধুনিক মডেল কলেজ হিসেবে পরিচিতি পাবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এই কলেজের ফলাফল আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা নিজেদের সাফল্যের মাধ্যমে কলেজের সুনাম অটুট রাখবে।