
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নের গয়নাকান্দি স্কুল মাঠে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ নেন বগুড়া জেলা নারী ফুটবল একাদশ ও সিরাজগঞ্জ জেলা নারী ফুটবল একাদশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আমিরুল ইসলাম খাঁন আলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস আলী সরদার।
অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন ডিআইজি রকিবুল হাসান গনি, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বিশিষ্ট সমাজসেবক আবু কোরাইশ সরকার ও আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন সংঘের সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন তোতা এবং মোঃ হানিফ শাহ। খেলায় রানার্সআপ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আমিরুল ইসলাম খাঁন আলিম। খেলার মাঠে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতি ছিল।