সিরাজগঞ্জের কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
“শিক্ষাই জাতির মেরুদণ্ড” — এই মূলমন্ত্রকে ধারণ করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি, ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের সভাপতি মফিজুল আলম জোয়াদ্দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া বাবু সরকার, আলহাজ্ব মাহবুব আলম এবং ফাউন্ডেশনের কার্যকরী সদস্য মাহবুবুর রশিদ শামীম।
অনুষ্ঠানে বেলকুচি উপজেলার ১৩টি স্কুলের মোট ২১২ জন কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
অতিথিরা বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টাই পারে একটি আলোকিত প্রজন্ম গড়ে তুলতে।” তারা আরও আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত উপস্থাপনায় সঞ্চালনা করেন বেলকুচি পি এস সি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কাওছার আহমেদ।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
শেষে দেশ ও জাতির অগ্রগতি কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
