সিরাজগঞ্জের কলেজে লেখাপড়া মানোন্নয়নে মতবিনিময় সভা
মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি মডেল ডিগ্রি কলেজে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে শিক্ষকদের সাথে অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ চত্বরে এ সভার আয়োজন করা হয়।
সভায় কলেজের অধ্যক্ষ মোঃ শামীম হোসেন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “শুধু কলেজে ভর্তি করিয়ে দিলেই ভালো ফলাফল পাওয়া যায় না। সন্তান কোথায় যায়, কার সাথে সময় কাটায়, কলেজে নিয়মিত আসে কিনা—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। অসৎ সঙ্গ সন্তানদের বিপথে নিতে পারে।”
তিনি আরও বলেন, “কিশোর গ্যাং, নেশা, ইভটিজিংসহ সামাজিক অনিয়ম থেকে সন্তানদের দূরে রাখতে পরিবারকে আরও দায়িত্বশীল হতে হবে। অভিভাবক-শিক্ষক একসাথে কাজ করলেই শিক্ষার মানোন্নয়ন সম্ভব।”
অপরদিকে অভিভাবকরাও শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “ছাত্রছাত্রীরা কলেজে উপস্থিত থাকে কিনা তা নিয়মিত খোঁজ নেওয়া প্রয়োজন। প্রয়োজনে অনুপস্থিতির বিষয়ে শিক্ষকরা অভিভাবকদের জানালে সন্তানদের অবহেলা ও অনৈতিক কার্যক্রম থেকে রক্ষা করা সহজ হবে।”
মতবিনিময় সভায় বেলকুচি থানার এসআই সবুজ কুমার, কলেজের সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
