সাজেদুল ইসলাম রাসেল
নিজস্ব প্রতিনিধি, বগুড়া
বগুড়ার গাবতলী উপজেলার উঞ্চুরখী উত্তরপাড়া গ্রামের স্কুলছাত্র সিফাত (১৪) হত্যা মামলার প্রধান আসামি মোঃ কামরুলকে গ্রেফতার করেছে র্যাব।
জানা যায়, নিহত সিফাতের সঙ্গে তার প্রতিবেশী ইমরান হোসেন হাদুর (৩৫) সুসম্পর্ক ছিল। ইমরান হাদু পৈত্রিক সম্পত্তি সিফাতকে হস্তান্তরের আশ্বাস দিলে এ নিয়ে হিংসার সৃষ্টি হয় ১ ও ৩ নম্বর আসামির মধ্যে। পূর্বপরিকল্পিতভাবে গত ৮ মার্চ ২০২৫, ইফতারের পর সিফাতকে ঈদগাহ মাঠ থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। রাত আনুমানিক ৯টার দিকে আসামি ইমরান হাদুর শয়নকক্ষে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে সিফাতকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত সিফাতের বাবা গাবতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১২, তারিখ: ১০ মার্চ ২০২৫, ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০)। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র্যাব-৪, সিপিসি-২, সাভারের একটি যৌথ দল অভিযান চালিয়ে ২০ এপ্রিল ২০২৫, রাত ১২:১৫ মিনিটে ঢাকার আশুলিয়ার গণকবাড়ী এলাকা থেকে ১ নম্বর পলাতক আসামি মোঃ কামরুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।