প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ৬:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
সিডনিতে রুট-ব্রুকের প্রতিরোধের পর প্রতিকূল আবহাওয়ার দাপট

সিডনিতে রুট-ব্রুকের প্রতিরোধের পর প্রতিকূল আবহাওয়ার দাপট
নিউজ ডেস্ক , আমার সকাল ২৪।
৫৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর জো রুট ও হ্যারি ব্রুকের জুটিতে ইংল্যান্ড দারুণ প্রতিরোধই দেখিয়েছে। সফরকারী দল সারাদিনে আর উইকেট হারায়নি, অবশ্য সারাদিন খেলাও যে হয়নি। রুট-ব্রুক যতটা খেলেছেন, ঠিক ততটাই খেলা দেখিয়েছে বিরূপ আবহাওয়া। আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে সিডনি টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৪৫ ওভার।ভালো অবস্থানে থেকে ইংল্যান্ড প্রথম দিন শেষ করেছে ২১১ রান নিয়ে। ২৭ রানে বেন ডাকেটকে মিচেল স্টার্ক, ১৬ রানে জ্যাক ক্রলিকে মাইকেল নেসার ও ১০ রানে জ্যাকব বেথেলকে স্কট বোল্যান্ড সাজঘরে ফেরানোর পর ১৫৪ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েন রুট-ব্রুক। দুজনই ছুটছেন সেঞ্চুরির দিকে।
৩ উইকেট হারালেও ইংল্যান্ড রানের গতি কমায়নি। এরমধ্যে এক ওভারে ১৩-ও তুলে তারা। দুদল লাঞ্চে যায় ২৪ ওভার শেষে। দ্বিতীয় সেশনে খেলা হয় ২১ ওভার। এরপর বৃষ্টির কারণে আর কোনো বল গড়ায়নি। ৬৫ বলে ফিফটি পূর্ণ করা জো রুট ৭২ রান নিয়ে অপরাজিত। ১০৩ বলে তিনি খেলেছেন ৮টি চারের মার। ৬৩ বলে ফিফটি করা ব্রুক অপরাজিত ৭৮ রানে, ৯২ বলে ৬টি চার ও একটি ছয় মেরেছেন তিনি।এই ম্যাচ মাঠে গড়িয়েছে বাংলাদেশ সময় সাড়ে ৫টায়। আজ ৪৫ ওভার খেলা কম হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে আগামীকাল খেলা শুরু হবে ৩০ মিনিট আগে। সেঞ্চুরির প্রত্যায় নিয়েই ভোর ৫টায় ব্যাট করতে নামবেন রুট ও ব্রুক।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। এমন নজির ১৮৮৮ সালের পর এই প্রথম। অবশ্য এই সিরিজজুড়েই অস্ট্রেলিয়া স্পিনারদের ওপর কম নির্ভর করছে। চলতি অ্যাশেজে বিশেষজ্ঞ স্পিনার ছাড়া অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট এটি। পার্থে প্রথম টেস্টে নাথান লায়ন থাকলেও স্রেফ দুই ওভার বোলিং করতে পেরেছিলেন। ব্রিজবেনে দিন-রাতের টেস্টে তাকে একাদশের বাইরে রাখা হয়। অ্যাডিলেইড টেস্টে ফিরে দারুণ বোলিং করে দলের জয়ে অবদান রাখেন এই অফ স্পিনার। সেই টেস্টেই চোটে পড়ে ছিটকে যান মাঠের বাইরে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)