
মো: আমির হামজা। বিশেষ প্রতিনিধি (নাটোর)
নাটোরের সিংড়ায় শনিবার বিকেল ৫টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে একটি মহল ওসমান হাদীকে হত্যা চেষ্টা করেছে। তিনি বলেন, “শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। আওয়ামী বাকশাল ও ভারতের তাঁবেদাররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”
পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “আগে যারা সন্ত্রাস বা অন্যায় করেছে, তাদের ধরার ব্যবস্থা করুন; নিরীহ মানুষদের কোটা পূরণের জন্য বা সংখ্যা বেশি দেখানোর জন্য যেন দমন না করা হয়।”
বিক্ষোভ মিছিলটি সিংড়া বাসস্ট্যান্ড থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে থানার মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোছা: ফয়জুন্নেসা পুতুল। এতে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন নেতা ও সদস্যরা।