
মোঃ মেহেদী হাসান, ফরিদপুর
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে চার জুয়াড়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রাম এলাকা থেকে তাদের ধরা পড়ে।
আটককৃতরা হলেন:
মোঃ মন্টু চৌধুরী (৫০), নটখোলা গ্রাম
মোঃ নাছির মাতুব্বর (২৭)
মোঃ মাহাবুব সিকদার (৫০), বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রাম
মোঃ ফারুক মোল্যা (৪৮), ময়েনদিয়া গ্রাম
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নটখোলা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, “আমাদের অভিযান অব্যাহত থাকবে।”