
মোঃ মেহেদী হাসান ক্রাইম রিপোর্টার আমার সকাল ২৪
ফরিদপুরের সালথায় ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুন সরকার। পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন:
সাহেব আলী শেখ (৩৬), তুগোলদিয়া গ্রামের লতিফ শেখের ছেলে
মো: তামিম মাতুব্বর (২৫), একই গ্রামের মো. কাশেম মাতুব্বরের ছেলে
ভ্রাম্যমান আদালতের কর্মকর্তা জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এই কার্যক্রম করা হয়েছে। অভিযানকালে ড্রেজার মেশিনটি অকেজো করা হয়েছে এবং প্রায় ২০০ মিটার পাইপ ভেঙে ফেলা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।