
ফরিদপুর প্রতিনিধি মোঃ মেহেদী হাসান
ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া কাজীপাড়া এলাকায় রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে হিরা মনি (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হিরা মনি স্থানীয় খারদিয়া ছয়আনি গুচ্ছ গ্রামের চুন্নু মোল্যার স্ত্রী। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, হিরা মনি গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এরপর হাসপাতাল থেকে অটোভ্যানে করে বাড়িতে ফিরানোর পথে স্বামী চুন্নু মোল্যা লাশ কলা বাগানে ফেলে পালিয়ে যান।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। স্বামী চুন্নু মোল্যা পলাতক রয়েছেন, তাকে আটক করার চেষ্টা চলছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।