
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুর জেলার সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের সার্বিক উন্নতি, জাতির কল্যাণ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ দোয়া করা হয়।
এ সময় বেগম খালেদা জিয়ার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করা হয় এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।