
মোঃ মেহেদী হাসান সালথা (ফরিদপুর)
জুলাই সনদ বাস্তবায়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে ফরিদপুরের সালথায় ৮ দলীয় জোটের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত সালথা উপজেলার সদর বাজার ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোট প্রদানের আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, ইসলামী আন্দোলনের সালথা উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান, সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মিয়া জুবায়ের হাসান, জামায়াতের রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মো. ফারুক হোসেনসহ ৮ দলীয় জোটের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ সময় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। তারা জনগণকে সচেতনভাবে গণভোটে “হ্যাঁ” ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।