
মোঃ মেহেদী হাসান
ক্রাইম রিপোর্টার
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্তরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মামুন সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দীন আহমেদ।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ নাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমাযুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
মেলায় গরু, ছাগল, হাঁস-মুরগী, খরগোশ, বিড়াল, পাখিসহ বিভিন্ন ধরনের প্রাণি প্রদর্শন করা হয়।