
ফরিদপুরের সালথা উপজেলায় ইউসুফদিয়া স্কুলের শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মামুন সরকার। প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. মোঃ রাশেদ তালুকদার, এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জনাবা শাকিলা বেগম।
এ সময় এলাকার সুধীজন, অভিভাবক ও শিক্ষকবৃন্দ শিক্ষার মানোন্নয়ন, ছাত্র-ছাত্রীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের মান বৃদ্ধি ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন, শিক্ষার মান বৃদ্ধি পেলে সমাজে সুশিক্ষিত প্রজন্ম গড়ে উঠবে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা অনুপ্রেরণামূলক বক্তব্য ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে পরামর্শ প্রদান করা হয়।