
সারের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় সালথার কৃষকরা
ওবায়দুর রহমান বিশেষ প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় এ বছর ধানের ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে আনন্দের ঝিলিক। তবে এ আনন্দের মাঝেই রয়েছে নতুন এক দুশ্চিন্তা—সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি।
কৃষকরা জানান, এ বছর সারের দাম দ্বিগুণেরও বেশি হওয়ায় তারা চাষাবাদে বড় ধরনের সংকটে পড়েছেন। বিশেষ করে পেঁয়াজ চাষে ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন অনেকে।
একজন কৃষক বলেন, “আগে যেই সার ৮০০ টাকায় পেতাম, এখন তা ১৬০০ টাকারও বেশি দিতে হচ্ছে। এভাবে দাম বাড়লে আমরা কীভাবে জমি চাষ করব?”
কৃষকরা সরকারের কাছে সারের দাম নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন, যাতে তারা নির্বিঘ্নে চাষাবাদ চালিয়ে যেতে পারেন এবং দেশের খাদ্য উৎপাদন অব্যাহত রাখা যায়।