বিএনপির ত্যাগী নেতা ও সোনারায় ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মন্ডল বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সীমিত সামর্থ্যে চলছে তাঁর চিকিৎসা।
রবিবার (২৯ জুন ২০২৫) দুপুর ১২টায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে করিমপাড়া গ্রামে তাঁর বাড়িতে যান গাবতলীর তিনবারের সাবেক পৌর মেয়র ও বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম। এসময় বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, মোঃ তারিকুল ইসলাম, শ্যামল তালুকদার, নুরুল আকন্দ, দপ্তর সম্পাদক আব্দুল আলীম কনক, কোষাধ্যক্ষ প্রভাষক হামিদুল হক শিলু, সানাউল হক ছানা রকেট, আব্দুল হালিম, রঞ্জু, আব্দুল জব্বারসহ অনেকে।
এ সময় সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, “এই মানুষটি গাবতলীর রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁর সুস্থতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে আমরা সর্বদা তাঁর পাশে থাকবো।”