সাতক্ষীরার শত্রুতার জেরে বিষ স্প্রে করে ২০০ বক্স মৌমাছি নষ্ট
মোঃ বিল্লাল হোসেন ক্রাইম রিপোর্টার, যশোর
সাতক্ষীরার কলোরোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামে শত্রুতার জেরে বিষ স্প্রে করে এক মৌচাষির প্রায় ২০০ বক্স মৌমাছি নষ্ট করার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত মৌচাষি ওসমান আলী (পিতা: কবির বক্স মিস্ত্রী) জানান, তিনি দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মৌমাছি চাষ করে আসছিলেন। তার ২১০টি বক্স ছিল, যার মধ্যে ২০০টি বক্সে বিষ প্রয়োগে মৌমাছি মারা যায়। ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা।
মৌচাষ চালু রাখতে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে বক্স স্থাপন ও উৎপাদন কার্যক্রম পরিচালনা করছিলেন। এ প্রচেষ্টায় কৃষি বিভাগও তাকে অনুমোদনসহ বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছিল।
ঘটনার পরপরই কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে সাহায্যের আশ্বাস দিয়েছে, যাতে তিনি পুনরায় চাষ শুরু করতে পারেন। একই সঙ্গে এই নাশকতার ঘটনায় স্থানীয়রা একজোট হয়ে ওসমান আলীর পাশে দাঁড়িয়েছে।
কৃষি কর্মকর্তা জানান, যারা এ ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। নষ্ট হওয়া মৌমাছির কারণে গ্রামে উৎপাদনব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয়দের মধ্যে চাপ
