
মুনসুর হেলাল, শ্যামনগর (স্টাফ রিপোর্টার):
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে দুই দিনব্যাপী প্রতিবন্ধিতা উত্তরণ মেলার আয়োজন করা হয়েছে। মেলা শুরু হয় বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে।
উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ)-এর পিএসই প্রকল্পের উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পিতামাতা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ১৫টি স্টল পরিদর্শন করে এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সক্ষমতা বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা আজ মেলায় তাদের সক্ষমতা প্রমাণ করেছে। তাই যেকোনো উন্নয়নমূলক কাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী আল ইমরান (এনজিও সমন্বয়ক), সামিউল আজম মনির (উপজেলা প্রেস ক্লাব সভাপতি), উপজেলা স্বাস্থ্য ও প.পি কর্মকর্তা ডা. মোঃ জিয়াউর রহমান, ডিআরআরএর টেকনিক্যাল কোঅর্ডিনেটর দেবেশ দাস ও প্রকল্প সমন্বয়কারী জি এম নুরুন্নবী হাসান। অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি পণ্যগুলো দেখে সন্তোষ প্রকাশ করেন।
মেলা দুটি এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের সৃজনশীলতা ও দক্ষতার প্রদর্শনী দিয়েছেন।