রাজশাহীতে বাংলাদেশ সাংবাদিক সংস্থার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গঠন
মোঃ শাকিল আহামাদ, জেলা প্রতিনিধি রাজশাহী
সাংবাদিকরা প্রায়শই নির্যাতন ও মিথ্যা মামলার হয়রানির শিকার হয়ে থাকেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীতে ১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গঠন করেছে। এই সেলের মাধ্যমে সাংবাদিকরা বিনামূল্যে আইনি সহায়তা পাবেন।
রবিবার, ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজশাহী সিটি প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের বিশেষ সভায় আইনজীবীদের সমন্বয়ে নতুন গঠিত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ রফিকুল আলম, আহ্বায়ক সরকার শরিফুল ইসলাম ও সদস্য সচিব আফজাল হোসেন এই কমিটির অনুমোদন প্রদান করেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতৃত্ব: চেয়ারম্যান: এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী (রাজশাহী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক)। মহাসচিব: এডভোকেট মাসুদ সরদার।
পরিচালক পদের ৯ সদস্য: ১. এডভোকেট রজব আলী
২. এডভোকেট রিয়াজ উদ্দীন
৩. এডভোকেট ইমতিয়ার মাসরুর আল আমিন
৪. এডভোকেট মোজাম্মেল হক
৫. এডভোকেট শাজাহান আলী ফাহিম
৬. এডভোকেট গোলাম হোসেন
৭. এডভোকেট সাজ্জাদ হোসেন প্রাং
৮. এডভোকেট আব্দুল জলিল
৯. এডভোকেট ফারুক হোসেন
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় শাখা, জেলা শাখা, মহানগর শাখা ও বিশ্ববিদ্যালয় শাখাসহ ৯টি উপজেলা শাখার সদস্যরা পেশাগত দায়িত্ব পালনের সময় যদি মামলা বা হামলার শিকার হন, তবে এই সেলের আইনজীবীগণ বিনামূল্যে মামলা পরিচালনায় সহায়তা প্রদান করবেন।