মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক কল্যাণ তহবিল ( নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৩ আগষ্ট) দুপুর ১২ টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য ছাড়াও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন। সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাকিল রেজা, সহ সভাপতি আব্দুর রহমান মানিক, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, সদস্য মনিরুল ইসলাম, তসিকুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ, আলাউদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক ইব্রাহিম বাবু, শাহিন আলম, আবুল হোসেন, ফারুক হোসেন ডন , নিশান বাবু, সামিরুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, আতাউর রহমান, জাকির হোসেন সনি ও শ্রী অভিজিৎ শীল এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-মানবাধিকারের নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দীন প্রমূখ।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্যনিষ্ঠ ও নির্ভিক সংবাদকর্মী। তার ওপর হামলা ও হত্যা শুধু একজন সাংবাদিক হত্যাই নশ বরং একটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থের উপর সরাসরি আঘাত। সাংবাদিক সাগর রুনী দম্পতিসহ সকল সাংবাদিক হত্যাকারীদের বিচারের দাবি করেন। এছাড়াও তুহিন পরিবারের পাশে দাঁড়ানো দাবি করেন বক্তারা। বক্তারা অবিলম্বে তুহিন হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তি এবং সাংবাদিক সুরক্ষা আইন পাশের দাবী জানান।
গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে সাংবাদিক নেতারা হুশিয়ারি প্রদান করেন।