
মোঃ দুলাল সরকার, গজারিয়া, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের প্রখ্যাত সাংবাদিক ও একসময়ের আলোচিত সাময়িকী মুন্সীগঞ্জের দর্পণ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল আজিজ মাহফুজ আর নেই। শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি নিজ পৈতৃক বাড়ি, মনারকান্দি গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাদ আছর মরহুমের জানাজা তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর ছোট ভাই ও ভবেরচর ওয়াজীর আলী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গাফফার।
আশির দশকে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষকতা জীবন শুরু করেন মাহফুজ। শিক্ষকতা চলাকালীন তিনি অনিবন্ধিত সাপ্তাহিক বারুদ পত্রিকা প্রকাশ করেন এবং স্থানীয় সাংবাদিকদের উৎসাহ দিয়ে প্রতিষ্ঠা করেন সীতাকুণ্ড প্রেস ক্লাব। তিনি চট্টগ্রাম ও ঢাকার বহু সাংবাদিকের পরিপক্ক হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
রাজধানীর কদমতলীর মীরাজনগরে দীর্ঘদিন পরিবারসহ বসবাস করেছেন। সর্বশেষ তিনি দৈনিক রূপবাণী পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মাহফুজ প্রায় দেড় যুগ ধরে বিক্রমপুরের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এবং তাঁর নেতৃত্বে প্রকাশিত মুন্সীগঞ্জ দর্পণ একসময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিশালী কণ্ঠ হিসেবে জেলার সাংবাদিক মহলে বিশেষ ভূমিকা রেখেছিল।