
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
ঢাকা, বাংলাদেশ সরকার থাইল্যান্ডের প্রাইম ক্রপ ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল আমদানি করতে যাচ্ছে। এতে ব্যয় হবে প্রায় ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা। প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১৩১ টাকা ৪৭ পয়সা।
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা গেছে, সয়াবিন তেলের পাশাপাশি মসুর ডাল, সার ও জ্বালানি তেল আমদানির অনুমোদনও দেয়া হয়েছে। আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হবে।