![]()
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ সোলায়মান গনি
উলিপুরের সামগ্রিক উন্নয়ন, আধুনিক সংযোগ ব্যবস্থা, কৃষির অগ্রগতি এবং পর্যটন সম্ভাবনা বাস্তবায়নে এক বিস্তৃত রোডম্যাপ ঘোষণা করেছেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি বলেন, “উলিপুরের মাটি ও মানুষের টানে ফিরেছি। উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন নিশ্চিত করে একটি আধুনিক ও সমৃদ্ধ উলিপুর গড়ে তোলাই আমার জীবনের বড় লক্ষ্য।”
সংযোগ উন্নয়নে উলিপুরে আধুনিক সড়ক, সেতু, বাঁধ, বিদ্যুৎ ও সৌরবিদ্যুতের সম্প্রসারণ, ইন্টারনেট সুবিধা বৃদ্ধি এবং হাট-বাজার আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
এ ছাড়া উলিপুরকে দেশের নতুন সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ পরিকল্পনাও তুলে ধরেছেন।
কৃষি উন্নয়নে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন—
স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহার
উন্নত বীজ ও কৃষি পরামর্শক ক্লিনিক
নদী-খাল পুনঃখনন
কৃষিপণ্য সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণ
কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ
তার মতে, এসব উদ্যোগ কৃষকের জীবনমানকে বদলে দেবে।
চরাঞ্চলের জন্য রয়েছে বিশেষ পরিকল্পনা—
সড়ক ও নৌপথ উন্নয়ন
শিক্ষা ও স্বাস্থ্যসেবার ভ্রাম্যমাণ ইউনিট
বালি ও খনিজসম্পদভিত্তিক শিল্প
কৃষিভিত্তিক বিকল্প কর্মসংস্থান
“ফাইভ জিরো” ও “এসইই” প্রকল্প বাস্তবায়ন
তার লক্ষ্য— চরের মানুষের জীবনমান বদলে দেওয়া এবং স্বনির্ভর চর গড়ে তোলা।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন—
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা
স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রশাসন
গণশুনানি ও দুর্নীতিবিরোধী কমিটি
নারী, সংখ্যালঘু ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন
“জিরো ক্রাইম কমিউনিটি” বাস্তবায়ন
দারিদ্র্য বিমোচনে বিনিয়োগ ও স্মার্ট স্থানীয় সরকারব্যবস্থা
তিনি বলেন,
“ন্যায়, উন্নয়ন ও মানুষের পাশে থাকাই সমৃদ্ধির পথ। আন্তর্জাতিক অঙ্গনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উলিপুরকে দারিদ্র্যমুক্ত, নিরাপদ, শিক্ষায় সমৃদ্ধ, বিনিয়োগবান্ধব ও আধুনিক একটি উপজেলায় রূপান্তর করবো— এটাই আমার সর্বশ্রেষ্ঠ অঙ্গীকার।”