
সাজেদুল ইসলাম রাসেল
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ার সদর উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুরে অবস্থিত মিফতাহুল খঈর হাফেজিয়া মাদ্রাসায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাফায়াত জামিন সজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি।
বিশেষ অতিথি ছিলেন—
নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোফাজ্জল হোসেন মানিক
সদর উপজেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট নুরুল হাসান মুন
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান টুকু
সহ-সভাপতি মোজাফফর হোসেন
সমাজসেবক আলহাজ্ব রওশন আলী আলো
এছাড়াও সংগঠনের সিনিয়র সাংবাদিক, কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. রাকিবুল হাসান।