
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারে নকল ‘প্যারাসুট’ ব্র্যান্ডের নারকেল তেল উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি কারখানায় অভিযান চালিয়ে মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই এবং জেলা প্রশাসনের টাস্কফোর্স যৌথভাবে অংশ নেয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষ্ণপুর বাজারে তৈয়বুর রহমানের মালিকানাধীন ‘বিউটি ওয়েল এন্ড রাইস’ মিলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে নারকেল তেল উৎপাদন করা হচ্ছিল। উৎপাদিত তেলে আসল ‘প্যারাসুট’ ব্র্যান্ডের আদলে নকল বোতল, রঙিন লেবেল ও ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার করা হয়, যা সাধারণ ভোক্তাদের প্রতারণার শামিল।
অভিযানকালে আরও দেখা যায়, তেল উৎপাদনে কোনো স্বাস্থ্যসম্মত মানদণ্ড অনুসরণ করা হয়নি। কর্মীদের স্বাস্থ্য সনদ ছিল না এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও অনুপস্থিত ছিল, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈম বলেন, “নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৯ ধারার অধীনে এ ধরনের অপরাধ দণ্ডনীয়। তাই মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভেজাল ও নকল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এতে একদিকে অসাধু ব্যবসায়ীরা সতর্ক হবে, অন্যদিকে ভোক্তারা নিরাপদ ও মানসম্মত পণ্য ব্যবহারের নিশ্চয়তা পাবে।