
মোঃ মেহেদী হাসান, ক্রাইম রিপোর্টার | আমার সকাল ২৪ (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জান নয়নসহ যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী পাঁচ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে কয়েকশো নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার যদুনন্দী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আওয়ামী লীগ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জান নয়ন
যদুনন্দী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হান্নান মৃধা
৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতাতন মাতুব্বর
সাধারণ সম্পাদক টুকু শেখ
৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিবু মাতুব্বর
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলিমুজ্জান নয়ন বলেন—
“আমি সহ মোট ৫ জন কোন প্রকার চাপ বা ভয় না পেয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ভাইয়ের কাজের প্রতি সন্তুষ্ট হয়ে বিএনপিতে যোগদান করলাম।”
এরপর তারা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় তাদের সাথে আরও কয়েকশো নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
যদুনন্দী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
বিএনপি নেতা আঃ কাইয়ুম মোল্যা
প্রবীণ বিএনপি নেতা সৈয়দ মকবুল হোসেন (বাবু)
৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওহিদুজ্জামান খান
যদুনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুন্সি শাহআলম
৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কামরুল পাটোয়ারী
৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আশরাফ ভূইয়া
৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবু মেম্বার
এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।