![]()
শেখ তাইজুল ইসলাম, মোংলা প্রতিনিধি:
(১২ নভেম্বর ২০২৫) — “সংঘাত নয়, শান্তি ও স্থিতিশীলতার বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোংলা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG)-এর ত্রৈমাসিক সভা।
শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এবং সমাজে সহিংসতা ও অসহিষ্ণুতা প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা জোরদার করতেই এই সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত YPAG-এর সদস্যরা বলেন, “দেশের যুবকরা যদি একসঙ্গে উচ্চারণ করে— ‘আমরা সংঘাত চাই না, কেবল শান্তি চাই’, তবে বোঝা যাবে শান্তির কাজটি সঠিক হাতেই রয়েছে।” তারা জানান, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্ম শুধু দেখছে না, বরং সক্রিয়ভাবে কাজ করছে।
ত্রৈমাসিক এই বৈঠকে সদস্যরা গত তিন মাসে স্থানীয় পর্যায়ে শান্তি বজায় রাখতে নেওয়া বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা করেন। পাশাপাশি, সমাজে নতুন কোনো বিরোধ বা উত্তেজনার সৃষ্টি হলে কীভাবে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যায়, সে বিষয়ে বিস্তারিত কৌশলগত আলোচনা হয়।
YPAG সদস্যরা জানান, তারা কেবল স্লোগানেই থেমে থাকেন না; বরং পাড়া-মহল্লায় গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে কাজ করেন।
মোংলায় অনুষ্ঠিত এই ত্রৈমাসিক সভা প্রমাণ করে, টেকসই শান্তি ও স্থিতিশীলতার জন্য যুবকরাই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। সংঘাতের পথে না গিয়ে তারা গঠনমূলক কর্মের মাধ্যমে শান্তিময় বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।