শিবগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে হামলার মামলার প্রধান আসামি গ্রেফতার
✍️ সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি, বগুড়া
বগুড়ার শিবগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মামলার বাদী শ্রী সুইট চন্দ্র মন্ডল গত ৪ এপ্রিল শিবগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে জানান, সেদিন দুপুরে একদল সশস্ত্র ব্যক্তি তার চাচাতো ভাইয়ের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে এবং পরে ঘরে অগ্নিসংযোগ করে দেয়। তারা ঘরের স্বর্ণালঙ্কারসহ নগদ ৬ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু হলে পুলিশ সুপার জেদান আল মুসার নির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। ৫ এপ্রিল জয়পুরহাটের কানাইপুকুর বাজার এলাকা থেকে এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ রহিম (৩৮) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রহিমকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।