
মো: জুয়েল রানা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে রবিবার বিকেলে মাওনা চৌরাস্তা এলাকায় এক বিশাল র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।
ডাঃ বাচ্চু বলেন
৭ নভেম্বরের চেতনা হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনের প্রতীক। আজ দেশ এক গভীর সঙ্কটে রয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল, দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল। ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ কে বিজয় করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল—এই দলই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের রক্ষাকবচ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, বিএনপি নেতা এড. আবু জাফর সরকার, এড. আহসান কবির, সাইফুল হক মোল্লা, ও আবুল হোসেন প্রধানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।