
মুনসুর হেলাল, সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচি আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম. দেলোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা রাশেদ হুসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস.এম. মোস্তফা কামাল, সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। তারা উল্লেখ করেন, সরকারি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও অসচ্ছল মুক্তিযোদ্ধা ও দুস্থ মানুষের সহায়তা সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সামাজিক বৈষম্য কমাতে সাহায্য করছে।
সম্মেলনে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সিডিও ইয়ুথ টিম শ্যামনগরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ইউনিয়ন সমাজকর্মী আনোয়ার পারভীনকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সিডিও ইয়ুথ টিমের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, আব্দুল্লাহ আল মামুন, শাহীন আলম, মনির হোসেন মনি, নুহা ইসলাম, সাদিয়া আমিনসহ অনেকে।
আলোচনা সভা শেষে সমাজসেবা কার্যালয় জেলার জনগণকে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।