
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোর চাঁচড়া ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্বিন্যাস বিষয়ক প্রবাসবন্ধু ফোরামের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় বিএলসির হলরুমে “ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নিং মাইগ্র্যান্টস (প্রত্যাশা-২)” প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এই প্রশিক্ষণের আয়োজন করে।
কর্মশালায় বরিশাল, মাদারীপুর ও যশোর থেকে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রথমদিনের প্রশিক্ষক ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ঢাকা হেড অফিসের ম্যানেজার আতিকুল ইসলাম নাহিদ, ডেপুটি ম্যানেজার সেজুতি, বরিশাল বিভাগের রিজিওনাল কো-অর্ডিনেটর দেবানন্দ মন্ডল, যশোর এমআরএসসি’র কো-অর্ডিনেটর রবিউল ইসলাম রুবেল ও যশোর সদর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোঃ গোলাম রসুল।
প্রশিক্ষক আতিকুল ইসলাম নাহিদ বলেন, বিদেশে থাকাকালীন বিশেষ করে মধ্যপ্রাচ্যে গৃহকর্মের কাজে যুক্ত নারী কর্মীরা শারীরিক, মানসিক ও যৌন হয়রানির শিকার হন। দেশে ফেরার পর তাদের জরুরি চিকিৎসা, মানসিক পুনর্বাসন ও আইনি-আর্থিক সহায়তা প্রদান করাই ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মূল লক্ষ্য।