![]()
শৈলকুপা প্রতিনিধি: মাহমুদ হাসান রুবেল
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের খাদ্যগুদাম সড়ক থেকে শুরু হয়ে কবিরপুর তিনরাস্তার মোড় হয়ে হাসপাতাল গেটে এসে শেষ হয়।
মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেয়। শৈলকুপা পৌর বিএনপির একাংশ নেতৃত্ব দেন। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শৈলকুপা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ মিছিল পরিচালনা করেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দকে স্বাগত জানান পৌর বিএনপির সহসভাপতি সাইদুর রহমান এবং ছাত্র বিষয়ক সম্পাদক আনিসুর রহমান।