
মাহমুদ হাসান রুবেল
উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা ও গণিতচর্চায় উৎসাহিত করতে আবারও আয়োজন করা হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড–২০২৫।
আয়োজক সূত্র জানায়, আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা, স্থান শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ, শৈলকুপা, ঝিনাইদহ।
এবারের প্রতিযোগিতা চারটি শ্রেণিভিত্তিক ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে—
১⃣ প্রাইমারি ক্যাটাগরি: ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি
২⃣ জুনিয়র ক্যাটাগরি: ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি
৩⃣ সেকেন্ডারি ক্যাটাগরি: ৯ম ও ১০ম শ্রেণি
৪⃣ হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি: ১১তম ও ১২তম শ্রেণি
প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা প্রশ্নপত্র, আলাদা মূল্যায়ন ও বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকছে।
গণিতচর্চার প্রতি যুবসমাজকে আগ্রহী করতে মেধা মনন মঞ্চ দীর্ঘদিন ধরেই ম্যাথ অলিম্পিয়াড আয়োজন করে আসছে। সংগঠনটি বলছে, “গণিত শেখো, স্বপ্ন দেখো”—এই স্লোগান সামনে রেখে তারা শিক্ষার্থীদের যুক্তিবিকাশ, লজিক্যাল চিন্তাশক্তি ও প্রতিযোগিতামূলক মেধা গড়ে তোলার কাজ করে যাচ্ছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় শিক্ষকরা মনে করছেন, এমন আয়োজন শিক্ষার্থীদের গণিতভীতি কমিয়ে ভবিষ্যতে মেধাভিত্তিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে।
আগামী প্রতিযোগিতায় অংশ নিতে ৩০ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।