মোঃ মারুফ হোসেন, শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে প্রাইভেটকারসহ আমদানি নিষিদ্ধ প্রায় ১০ লাখ টাকার ৪৬ বোতল ভারতীয় মদ নিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ফারুক হোসেন (৩০), সেলিম মিয়া (২০) ও গাজীপুরের রাহিম (৩০)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বরুয়াজানি রাধার বাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কের ওই স্থানে অবস্থান নেয়। একটি সাদা প্রাইভেটকারকে থামার সংকেত দিলে কারবারিরা পালানোর চেষ্টা করে। পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং পরে প্রাইভেটকার তল্লাশি করে দু’টি প্লাস্টিকের বস্তা ভর্তি ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।