
শেরপুরে ঝুঁকিপূর্ণ ইউটার্নে দুর্ঘটনার আশঙ্কা
প্রতিনিধি (শেরপুর), বগুড়া
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় নাবিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের ইউটার্নটি এখন পরিণত হয়েছে দুর্ঘটনার হটস্পটে। প্রতিদিনই পথচারী, রিকশা-ভ্যানচালক, মোটরসাইকেল আরোহীসহ সাধারণ যাত্রীদের জীবন ঝুঁকিতে রেখে চলাচল করতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের এই অংশে দ্রুতগতির যানবাহন হঠাৎ করে ইউটার্ন নেওয়ায় পাশের গ্রামের মানুষজন নিরাপদে রাস্তা পার হতে হিমশিম খাচ্ছেন। বহুবার ভালোভাবে চারদিক দেখে রাস্তায় নামলেও মুহূর্তের অসতর্কতায় বড় দুর্ঘটনা ঘটছে।
কয়েকদিন আগে এই ইউটার্নেই মর্মান্তিকভাবে প্রাণ হারান সেনাবাহিনীর এক সদস্য। কিন্তু এরপরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
স্থানীয়দের অভিযোগ, বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ঝুঁকিপূর্ণ ইউটার্নটি বন্ধের উদ্যোগ নিলেও নাবিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কিছু কর্মচারীর বাধার মুখে কাজ বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা আরও বৃদ্ধি পেয়েছে।
ঝুঁকিপূর্ণ ইউটার্নটি অবিলম্বে স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
বন্ধ না হওয়া পর্যন্ত প্রশাসনের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সেখানে সার্বক্ষণিকভাবে অবস্থান করাতে হবে।
ছোনকা বাজারের আন্ডারপাস দিয়েই নিরাপদে পারাপার সম্ভব—তারপরও এ ধরনের ঝুঁকিপূর্ণ ইউটার্ন চালু রাখার যৌক্তিকতা নেই।
এলাকাবাসীর প্রশ্ন—
“দ্রুতগতির হাইওয়েতে এমন ইউটার্ন খোলা থাকলে দুর্ঘটনার দায় নেবে কে?”
তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য হাইওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের সাফ কথা—
আর নয় প্রাণহানি, ঝুঁকিপূর্ণ ইউটার্নটি বন্ধ করতেই হবে।