
মোঃ মারুফ হোসেন, শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে শেষ হলো গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ‘ওয়ানগালা’। রবিবার (২৩ নভেম্বর) মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি. রোজারিও সিএসসি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মরিয়মনগর মিশনের পাল পুরোহিত ফাদার লরেন্স রিবেরু।
উৎসবে কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন, নৃত্য, মেলা, খেলাধুলা, প্রার্থনা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য পরিচিত করানো হয়।
কার্ডিনাল প্যাট্রিক ডি. রোজারিও বলেন, “ওয়ানগালা শুধু উৎসব নয়, এটি গারোদের কৃতজ্ঞতা ও সামাজিক মিলনের প্রতীক।”
উৎসব কমিটির চেয়ারম্যান ফাদার লরেন্স রিবেরু জানান, উৎসবটি ১৯২৫ সাল থেকে শুরু হলেও ১৯৮৫ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। উৎসবটি শস্য দেবতার প্রতি কৃতজ্ঞতা ও পরিবার ও সমাজের শান্তি কামনার উদ্দেশ্যে পালন করা হয়।
উৎসবটি রবিবার বিকেলে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়।