
প্রতিনিধি ইমদাদুল হক মৃদুল শেরপুর বগুড়া
বগুড়ার শেরপুরে ব্যাটারি চালিত অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা করার সময় ৩ জন ছিনতাইকারীকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসে।
ঘটনায় অটোভ্যান চালক শাহ আলম বাদি হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। আটককৃতরা হলো সাজু ফকির (২৪), জীবন রহমান (২৬) ও সোহানুর রহমান সম্রাট (২০)। এছাড়া শামীম ফকির (৩০) নামের আরেকজন ছিনতাইকারী পালিয়ে গেছে।
শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি ব্রিজ এলাকায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অটোভ্যান চালক শাহ আলম জানান, ধুনট বাজার থেকে ভাড়া নিয়ে তারা শালফা যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা অটোভ্যান ছিনতাই করতে গিয়ে তাকে মারপিট করে, কিন্তু স্থানীয়রা ধাওয়া করে ৩ জনকে আটক করে।
শেরপুর থানার ওসি এস. এম. মঈনুদ্দীন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পালিয়ে যাওয়া সহযোগীকে ধরার চেষ্টা চলছে।