
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
ইমদাদুল হক মৃদুল
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সাতাড়া গ্রামে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা মেলা। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নেন। মেলা প্রাঙ্গণে ছিলো আনন্দ–উচ্ছ্বাসে ভরপুর পরিবেশ এবং চারপাশে বিভিন্ন ধরনের দোকানপাট—মিষ্টি, কসমেটিক্স, শিশুদের খেলনা, নাগরদোলা ও লাফালাফির আয়োজন—সব মিলিয়ে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জিহাদ। মেলার প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও সাবেক সাংসদ গোলাম মোঃ সিরাজ। বিশেষ অতিথি ছিলেন জেলা ও উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী।
প্রধান অতিথি তার বক্তব্যে শিশুদের ঘোড়সওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন—
“ঘৌড়দৌড় প্রতিযোগিতা সুন্দর হয়েছে, তবে শিশু সওয়ার হওয়াটা ঠিক নয়। অতীতে বিদেশে—বিশেষ করে সৌদি আরবে—বাংলাদেশি শিশুদের দিয়ে ঘোড়দৌড় করিয়ে দুর্ঘটনা ঘটেছে, আমরা তার প্রতিবাদ করেছি।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে সাতাড়া গ্রামের রাস্তা নির্মাণ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মাহবুব প্যারিস, সহ-সভাপতি হামিদুল ইসলাম সরকার বেলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম জাকি, সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন কবির বিপ্লব, সাধারণ সম্পাদক কেএম মানিক, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, সহ-সভাপতি হযরত শাহ আলম জুয়েল ও আসাদুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, সুঘাট ইউনিয়ন যুবদলের আহবায়ক তারিকুল ইসলাম মানুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মেলায় শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা ও বিনোদনের আয়োজন ছিলো, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
সাতাড়া গ্রামের মানুষের অংশগ্রহণে এ ঘৌড়দৌড় মেলা পরিণত হয় এক ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত সামাজিক মিলনমেলায়।