![]()
মোঃ মারুফ হোসেন, শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আজ শুক্রবার সকালেই দ্বিতীয়বারের মতো বৃহৎ আয়োজনে অনুষ্ঠিত হলো হাফ মেরাথন প্রতিযোগিতা। শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশ-বিদেশসহ স্থানীয় মিলিয়ে প্রায় ৮০০ শিশু, নারী ও পুরুষ অংশ নেন।
সমাজের প্রান্তিক জনগোষ্ঠী—বেদে পল্লী, হরিজন পল্লী ও তৃতীয় লিঙ্গের মানুষরা—এই আয়োজনে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরও বর্ণিল ও বৈচিত্র্যময় করে তুলেছেন।
ম্যারাথন দেখতে সকাল থেকেই ভিড় জমে রাংটিয়া স্কুল মাঠ ও আশপাশের এলাকায়। উৎসুক জনতার অংশগ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। স্থানীয়রা জানান, এমন একটি বড় ক্রীড়া আয়োজন তাদের এলাকায় বিরল এবং এটি তরুণদের ক্রীড়া চর্চায় উৎসাহ যোগাবে।
১ কিলোমিটার
৫ কিলোমিটার
১০ কিলোমিটার
২১.১ কিলোমিটার (হাফ মেরাথন)
জার্সি, মেডেল, কিটব্যাগসহ প্রতিটি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের জন্য পুরস্কার।
আয়োজকরা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সফল প্রতিযোগিতার মাধ্যমে শেরপুরে ক্রীড়া চর্চা, সুস্থ জীবনধারা ও সামাজিক অন্তর্ভুক্তির বার্তা আরও শক্তিশালীভাবে ছড়িয়ে গেছে।