
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
শেখ হাসিনার বিচারের রায়কে ঘিরে সম্ভাব্য যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় কড়া অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এসময় তিনি মাঠপর্যায়ের সদস্যদের মোতায়েন, টহল কার্যক্রম এবং নিরাপত্তা বলয়ের প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন,
“কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে জনগণের জান-মাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। মহাসড়কসহ আশঙ্কাজনক পয়েন্টগুলোতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি এতটাই সুসংগঠিত যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সুযোগ নেই।”
তিনি আরও জানান, বর্তমানে বিশৃঙ্খলা সৃষ্টির মতো কোনো তথ্য তাদের কাছে নেই।
ভোর থেকেই ফরিদপুর সদরসহ জেলার সব উপজেলার গুরুত্বপূর্ণ মোড়, বাজার, সরকারি ভবন ও মহাসড়ক সংযোগস্থলে যৌথ চেকপোস্ট বসিয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি। পথচারী এবং যানবাহনে সার্বক্ষণিক তল্লাশি চালানো হচ্ছে। ভাঙ্গার বড়বাজার মোড়, নতুন ও পুরনো বাসস্ট্যান্ড, ভাঙ্গা গোলচত্বরসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থান লক্ষ্য করা গেছে। এছাড়াও টহল জোরদার করেছে বিজিবি, র্যাব ও পুলিশের একাধিক টিম।
এদিকে সকাল সাড়ে নয়টার দিকে কৃষক দল ভাঙ্গার বিভিন্ন এলাকায় মিছিল বের করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বর্তমানে পুরো ভাঙ্গা ও ফরিদপুর অঞ্চলে পরিস্থিতি শান্ত ও সম্পূর্ণ নিয়ন্ত্রিত রয়েছে।