আন্তর্জাতিক ডেস্ক | আমার সকাল ২৪
৪ এপ্রিল, ব্যাংকক:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে সাংগ্রি-লা হোটেলে দুই নেতার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি ছাড়াও গঙ্গার পানিবণ্টন চুক্তি, সীমান্ত হত্যা বন্ধ, তিস্তা প্রকল্পসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।”
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল অধ্যাপক ইউনূসের প্রথম মোদির সঙ্গে সরাসরি বৈঠক।
এর আগের দিন, বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতা প্রথমবার মুখোমুখি হন এবং সেখানে কুশল বিনিময়ের পাশাপাশি ঘনিষ্ঠভাবে বেশ কিছু সময় কথা বলেন।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক-এর শীর্ষ সম্মেলন উপলক্ষে ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ব্যাংককে অবস্থান করছেন উভয় নেতা।