
কুড়িগ্রাম প্রতিনিধি | মোঃ সোলায়মান গনি (উলিপুর)
কুড়িগ্রামে তীব্র শীতের মধ্যে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অভ্যন্তরে সীপকস উপ-শাখা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীপকস কুড়িগ্রামের সাধারণ সম্পাদক ফারহানা আফরোজ মৌসুমী। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। বিজলী বেগম বলেন,
“গরিব মানুষের খাবার জোগাড় করাই কষ্টের, সেখানে কম্বল কেনা অনেক কঠিন। আজ বিজিবি থেকে মোটা কম্বল পেয়ে খুব উপকার হলো। এখন বাচ্চাদের নিয়ে রাতে ভালোভাবে ঘুমাতে পারব।”
কাশেম আলী নামের এক ভিক্ষুক বলেন,
“কুড়িগ্রামে শীত খুব বেশি। কম্বলের অভাবে রাতে ঘুমাতে পারতাম না। আজ কম্বল পেয়ে অনেক কষ্ট লাঘব হলো।”
অনুষ্ঠানে বক্তব্যে ফারহানা আফরোজ মৌসুমী বলেন,
“মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতসহ যেকোনো দুর্যোগে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।”