
মো. আরফান আলী, পীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
“শীতকে হারিয়ে জয়ী হউক মানবতা”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে পীরগঞ্জের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আইপজিটিভ-এর ১৫তম শীতবস্ত্র বিতরণ কর্মসূচী শনিবার (২৪ জানুয়ারি) দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ফুটকিবাড়ী আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে রাণীশংকল উপজেলার বাংলাগড় এলাকায় শিশু ও নারীদের জন্য হুডি বিতরণ করা হয়। এছাড়া পীরগঞ্জ উপজেলার চাপড়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বোচাগঞ্জ উপজেলার ফুটকিবাড়ী এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় লেপ বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে।
উক্ত জনবান্ধব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপজিটিভের সভাপতি মেজবাউর রহমান মুন্না, সাধারণ সম্পাদক জাহিদূর রহমান জাহিদ, এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও জন দরদী শফিক পারভেজ পরাগ। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদর্শন চন্দ্র তিথী ও স্থানীয় সমাজকর্মী মাসুদ রানা।
বক্তারা জানান, শীত মৌসুমে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব।
কমার্শিয়াল ব্যাংক অফ সিলন-এর সহযোগিতায় এ পর্যন্ত মোট ৩০০টি হুডি এবং ৪০০টি কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া লেপও বিতরণ করা হয়েছে, যা অসংখ্য মানুষের মাঝে উষ্ণতা ও স্বস্তি বয়ে এনেছে।
আইপজিটিভ ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।