
মাহমুদ হাসান রুবেল
উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহ শহরতলীর পবহাটি এলাকায় চার বছরের শিশু সাইমা আক্তার সাবা হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন ও স্থানীয়রা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ঝিনাইদহ–মাগুরা মহাসড়কের পবহাটি ঈদগাহ এলাকায় তারা অবরোধ ও মানববন্ধন করেন। এতে দুই পাশে যানজটের সৃষ্টি হয় এবং পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা ও পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত বিচার প্রক্রিয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।
গত বুধবার সকালে ভ্যানচালক সাইদুল ইসলামের শিশু কন্যা সাইমা আক্তার সাবা নিখোঁজ হওয়ার পর রাত ৯টার দিকে প্রতিবেশী সান্তনা খাতুনের ঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।